দেশের জেলা ও উপজেলা শহরগুলোতে সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। যেখানে আধুনিক চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। গর্ভবতী মা ও শিশুদের জন্য এসব সেবা সুবিধাজনক হলেও, এর ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় নিম্নআয়ের পরিবারগুলোর পক্ষে তা গ্রহণ করা কঠিন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এই সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত হন।