ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপমুখী নয়াদিল্লি
যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে ভারত। এরই মধ্যে এটিকে ‘মাদার অব অল ডিলস’ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। এছাড়াও, বর্তমান ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যেই চুক্তিটি ইতিবাচক হবে বলে মনে করেন তারা। এটি বাস্তবায়ন হলে দুই পক্ষের প্রায় ২০০ কোটি মানুষের মুক্তবাজার তৈরি হবে।