মেসি নাকি রোনালদো— চিরন্তন বিতর্কে নিজের মত জানালেন দি মারিয়া
মেসি নাকি রোনালদো, প্রজন্মের সেরা ফুটবলার কে? চিরন্তন বিতর্কে এবার মুখ খুলেছেন দুজনরেই একসময়কার সতীর্থ আনহেল দি মারিয়া। জানিয়েছেন, মেসি ইশ্বরপ্রদত্ত প্রতিভা, আর রোনালদো পরিশ্রম আর পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। বর্তমান সময়ের সেরা হিসেবে তিনি বেছে নিয়েছেন আরেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।