দাম বাড়ায় আখের আবাদ বেড়েছে নাটোরে
দাম বাড়ায় চলতি বছর নাটোরে বেড়েছে আখের আবাদ। এ অবস্থায় চলতি মাসেই আখ মাড়াই করে চিনি উৎপাদনে যাচ্ছে জেলার দুটি সুগার মিলস। চলতি বছর প্রায় ৩ লাখ টন আখ মাড়াই করে ১৬ হাজার টন চিনি উৎপাদন করতে চায় কর্তৃপক্ষ। সব মিলিয়ে পর্যাপ্ত আখ সরবরাহ পেলে লোকসান কমানোই মূল টার্গেট বলছেন মিলের কর্মকর্তারা।