আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে মাছ রপ্তানি
সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে মাছ রপ্তানি। তবে কমেছে অন্যান্য পণ্যের পরিমাণ। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পণ্য আমদানি। ফলে চলতি অর্থবছরে বন্দরে রাজস্ব আয়ে ভাটা পড়েছে। দ্রুত আমদানি-রপ্তানি বাড়াতে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সমন্বিত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।