ফ্যাসিবাদ নির্মূল কমিটি গঠন করে পড়া মহল্লায় ও বিভিন্ন অফিসে বসে থাকা আওয়ামী দোসরদের বিচারের আওতায় দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও সংগঠনটির। একই দাবি নিয়ে ৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচির ঘোষণা ছাত্র অধিকার পরিষদ।