মার্টিন লুথারের ‘আই হ্যাভ এ ড্রিম’ থেকে তারেক রহমানের ‘উই হ্যাভ এ প্ল্যান’, কে এই কিংবদন্তি?
দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশের মাটিতে পা রেখেই রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় এক আবেগময় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫) লাখো মানুষের উপস্থিতিতে তিনি বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র-এর (Martin Luther King Jr.) কালজয়ী উক্তি ‘আই হ্যাভ এ ড্রিম’ (I Have a Dream) স্মরণ করে ঘোষণা করেছেন— ‘আই হ্যাভ এ প্ল্যান’ (I Have a Plan)। তবে, বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগের আগে ফের তিনি মাইকে এসে বলেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান, উই হ্যাভ অ্যা প্ল্যান।’ এই বক্তব্যের পর থেকে সাধারণ মানুষের মনে কৌতূহল জেগেছে, কে ছিলেন এই মার্টিন লুথার কিং?