মস্তিষ্কখেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে
মস্তিষ্কখেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে। ১৯ জনের মৃত্যুর পর উচ্চ সতর্ক কেরালা রাজ্য। চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে ৬৯ জনের দেহে। গেলবছর গুচ্ছ সংক্রমণের ঘটনায় একটি পানির প্রবাহকে দায়ী করা হলেও এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে দিশেহারা প্রশাসন।