ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরেই জাস্টিন ট্রুডোর পদত্যাগ!
ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার পর এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, কানাডীয় প্রধানমন্ত্রীর পতনের মাস্টারমাইন্ড নরেন্দ্র মোদি। উল্টোদিকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের প্রত্যাবর্তনই কাল হয়ে দাঁড়িয়েছে ট্রুডোর জন্য। তবে বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক ও অভিবাসী সংকটের মতো অভ্যন্তরীণ ইস্যু সামলাতে না পারায় ভেঙ্গে গেছে লিবারেলদের ৯ বছরের সাম্রাজ্য।