কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পশ্চিমা দেশগুলো এগিয়ে থাকলেও পিছিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো। ফলে দক্ষ জনশক্তি তৈরি করে অর্থনৈতিক সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে দেশগুলো। বেশকিছু নীতিগত দুর্বলতার কারণে এই দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব হচ্ছে না। এক প্রতিবেদনে দুর্বলতাগুলো দূর করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।