ফেনী শহরের মহিপাল এলাকা থেকে তিন হাজার ৩৭২ পিস চকলেট পটকাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করেছে চট্টগামের ফেনী ক্যাম্পের র্যাব-৭ এর সদস্যরা। র্যাব গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় আতশবাজি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামে দিকে নিয়ে আসছে।