কাপ্তান বাজারে যৌথবাহিনীর অভিযান, উচ্ছেদ ও জরিমানা
সড়ক অবরোধ করে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজার দিন-রাত থাকে যানজটের কবলে। এই সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মঙ্গলবার অভিযানে নামে যৌথবাহিনী। এসময় সড়ক থেকে সরিয়ে দেয়া হয় দোকানপাট, হয়েছে জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা।