'অপরিকল্পিত স্থানান্তরের কারণে চামড়া শিল্পের ক্ষতি হয়েছে'
চামড়া শিল্পে পরিবেশবান্ধব বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এছাড়া হাজারীবাগ থেকে অপরিকল্পিতভাবে স্থানান্তরের কারণে এই খাতের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এদিকে চামড়া খাতকে পরিবেশবান্ধব ও টেকসই হিসেবে গড়ে তুলতে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।