নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবরে প্রায় ২১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে: ড. ইউনূস
নানা প্রতিকূলতা সত্ত্বেও চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে প্রায় ২১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ (রোববার, ১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। এসময় তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সার্বিক অবস্থাসহ গত ১০০ দিনে অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরেন।