ইনফেকশনে আক্রান্ত খালেদা জিয়ার হার্ট ও ফুসফুস: অধ্যাপক এফ এম সিদ্দিকী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। এ ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।