অঙ্গসংগঠন

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের পদযাত্রা, স্মারকলিপি প্রদান

দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি

ষড়যন্ত্র-হামলা-অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গসংগঠন। পরে স্মারকলিপি জমা দিয়েছে ৬ সদস্যের প্রতিনিধি দল। এসময়, যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতারা বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে অবন্ধুসুলভ আচরণ বন্ধ করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ আছেন, এখানে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: ফখরুল

জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, গণতন্ত্রের সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি উদ্বোধন করে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপির লাখো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য ‌র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে শেষ হয়, মানিক মিয়া এভিনিউতে।