ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব
গ্রামবাংলায় আমন ধান ঘরে তোলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। শহুরে জীবনেও নবান্ন পালিত হয় নানা আনুষ্ঠানিকতায়। সেই ধারাবাহিকতায় অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপি নবান্ন উৎসব উদ্যাপিত হচ্ছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সর্বজনীন রূপ পেয়েছে ২৬তম জাতীয় নবান্ন উৎসব।