রায় ভায়কানোর বিপক্ষে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য দেখালেও গোল পায়নি লস ব্লাঙ্কোসরা। রাতের অন্য ম্যাচে সেলতা ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই হয়েছে ৫ গোল। ১০ এবং ৩৭ মিনিটে লেওয়ানডস্কি গোল করলেও তা শোধ করেছিল সেলতা।
আরও পড়ুন:
যোগ করা সময়ে বার্সাকে ৩-২ গোলের লিড এনে দেন লামিনে ইয়ামাল। বিরতির পর ম্যাচের ৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক আর দলের জয়সূচক গোল করেন লেভা। এই ম্যাচের পর রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা।





