গত ৩০ জানুয়ারি হঠাৎই উত্তাল হয়ে যায় বাফুফে ভবন। সাফজয়ী দলের ১৮ ফুটবলারের গণ অবসরের হুমকি। কারণ দ্বিতীয় মেয়াদে আবারও নারী দলের দায়িত্বে ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার অধীনে অনুশীলন করবেন না দলের সিনিয়র ফুটবলাররা।
এ অবস্থায় নারী ফুটবল নিয়ে তৈরি হয় সংকট। সমস্যা সমাধানে বাফুফে সভাপতির নেতৃত্বে তৈরি হয় জরুরি কমিটি। কোচ আর ফুটবলারদের দূরত্ব কমাতে বাফুফের সিদ্ধান্ত এবার চূড়ান্ত। অনুশীলনে ফিরছেন বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলার।
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। কিন্তু এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ থেকে। আমরা আরব আমিরাতে যাবো একটা ফিফা উইন্ডো খেলার জন্য। সেজন্য আমাদের টিম চলে যাবে ২৪ তারিখে এবং ক্যাম্পও ওইদিন বন্ধ হবে। ক্যাম্প বন্ধ হওয়া মানে সবার জন্যই বন্ধ। সিনিয়র মেয়েরাও একটা ব্রেক চাচ্ছে। এটা ওদের জন্য একটা ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে আসবে, এরপর ওরা প্র্যাকটিস শুরু করবে।’
তবে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন কোচ পিটার বাটলারও জানিয়ে দেন, বিদ্রোহী ফুটবলাররা থাকলে থাকবেন না তিনিও। তবে এ ব্যাপারে কোচের সাথে এখনও কথা হয়নি বাফুফের কোনো কর্তার। আশ্বাস দেন, কোচকেও রাজি করাবেন তারা।
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘কোচের সাথেও আমাদের বসতে হবে। কোচ কেউ কাউন্সেলিং করতে হবে। তাকেও বুঝাতে হবে যে, তোমার টিম বন্ডিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একদিনে হবে না। এটা সময় লাগবে।’
নারী ফুটবলের এমন সংকটাপন্ন পরিস্থিতি ভবিষ্যতে আর যাতে না হয় সেজন্য ফুটবলারদের আলাদা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন বলে জানান নারী উইং প্রধান।