২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণীয় ও দামি এই ফ্রাঞ্চাইজি আসরটি। সময়ের পরিক্রমায় পাল্টেছে ফ্রাঞ্চাইজি। বেড়েছে অংশ নেয়া দলের সংখ্যাও। বিসিসিআই আইপিএলকে জমজমাট রাখতে প্রতিবছরই নিচ্ছে নানা উদ্যোগ।
সেই ধারাবাহিকতায় এবারের আসরে থাকছে একাধিক নতুন নিয়ম। আন্তর্জাতিক ক্রিকেটে ওভার প্রতি একটির বেশি বাউন্স দিতে পারেন না বোলাররা। দিলে সেটি নো বল হিসেবে গণ্য হয়। তবে আইপিএলের এবারের আসরে ওভার প্রতি দু'টি করে বাউন্স দিতে পারবেন বোলাররা।
উইকেটের আবেদনেও আসছে পরিবর্তন। এই যেমন, বোলিং দল স্ট্যাম্পিংয়ের আবেদন করলে শুধু সেটিই বিবেচনা করা হতো এতোদিন। তবে এবারের আসরে একই আবেদনে দেখা হবে, ব্যাটার কট বিহাইন্ড হয়েছেন কিনা।
তবে, এবারের আইপিএলের সবচেয়ে বড় সংযোজন স্মার্ট রিপ্লে। এর ফলে রিভিউ সিস্টেমে খুব একটা সময়ক্ষেপণ হবে না। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানার জন্য হক আই দেখতে আম্পায়ারের সঙ্গে থাকবেন দু'জন বিশেষজ্ঞ। যারা এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করবেন। এছাড়া আগের সব আসরের থেকে এবার মাঠের চারপাশে ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।