তবে কাগজ-কলমের হিসেবে আন্ডারডগ হয়েই নামছে টাইগাররা। টেস্টে নিউজিল্যান্ডকে একবারই হারিয়েছে বাংলাদেশ, তাও তাদের মাটিতে। ঘরের মাঠে কখনো কিউইদের বিপক্ষে জয় পায়নি টাইগাররা।
এবার পূর্ণশক্তির ব্ল্যাকক্যাপদের বিপক্ষে একেবারে আনকোরা দল নিয়ে নামছে বাংলাদেশ। এরমধ্যে অনেকেই টেস্টে কখনও নিউজিল্যান্ডকে মোকাবিলা করেননি।
পরিসংখ্যান বলছে, কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি টেস্ট খেলে কেবল একবারই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। হারতে হয়েছে ১৩টি ম্যাচে।
অভিজাত সংস্করণে কুলীন কিউইদের বিপক্ষে টাইগারদের একমাত্র জয়টা ওদের মাঠে। যদিও কিউইদের মাটিতে বাকি ১০টি ম্যাচের সবকটিতে হারতে হয়েছে বাংলাদেশকে।
দেশের মাটিতে ৬টি টেস্ট খেলে বাংলাদেশের সান্ত্বনা কেবল ৩টি ড্র। জয়ের দেখা নেই একবারও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম রাজারা এবারও নিয়ে এসেছে পূর্ণ শক্তির দল। তবে হেলাফেলায় দিন কাটানো বাংলাদেশ নামাচ্ছে আনকোরা দল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান দলে নেই ইনজুরির কারণে। অভিজ্ঞ বলতে আছেন কেবল মুশফিকুর রহিম। যিনি ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ৯ টেস্টে করেছেন ৪৪২ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন একবারই।
স্কোয়াডে দুইজন পেসার রেখেছে বাংলাদেশ। যার মধ্যে শরীফুল নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট খেলে শিকার করেছেন মাত্র ৫টি উইকেট। অন্যদিকে এক ম্যাচ খেলে খালেদের ঝুলি একেবারেই শূন্য।
দেশসেরা স্পিনার তাইজুলও কিউইদের বিপক্ষে মলিন। এক ম্যাচে শিকার মাত্র দুইটি উইকেট। তাই তাকিয়ে থাকতে হবে মেহেদি মিরাজের জাদুর দিকে। ব্যাট-বল হাতে দলের ত্রাণকর্তা হতে হবে তাকেই।