নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
0

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) জুমার নামাজের পর ময়মনসিংহ সদরের বিভিন্ন ইউনিয়ন এখন সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে।

পরে সেখানে সংক্ষিপ্ত একটি আলোচনা সভার শেষে ময়মনসিংহ-৪ (সদর), বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়েত ইসলামী নেতাকর্মীরা। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেলির মোড় প্রদক্ষিণ শেষে ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ছাড়াও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দেয়াসহ পাঁচ দফা দাবি পূরণের লক্ষ্য বক্তারা আলোচনা করেন।

এদিকে আগামী ১৬ নভেম্বর নির্বাচন বিষয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষণার পর সরকার যদি জামায়াতে ইসলামীসহ ইসলামি সমমনা দলের ঐক্যের সিদ্ধান্ত মেনে না নেয় তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

এসএস