পরে সেখানে সংক্ষিপ্ত একটি আলোচনা সভার শেষে ময়মনসিংহ-৪ (সদর), বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়েত ইসলামী নেতাকর্মীরা। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেলির মোড় প্রদক্ষিণ শেষে ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ছাড়াও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দেয়াসহ পাঁচ দফা দাবি পূরণের লক্ষ্য বক্তারা আলোচনা করেন।
এদিকে আগামী ১৬ নভেম্বর নির্বাচন বিষয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষণার পর সরকার যদি জামায়াতে ইসলামীসহ ইসলামি সমমনা দলের ঐক্যের সিদ্ধান্ত মেনে না নেয় তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।





