বন্দরে বিশ্রামাগার ও ক্যান্টিনসহ রাত্রি যাপনের কোন ব্যবস্থা না থাকায় ট্রাকেই থাকতে হয় চালকদের। এতে করে তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়।
ট্রাক চালকরা বলেন, 'তিন-চারদিন ধরে যানজটে আটকে আছি, গাড়ি ছাড়ার কোন ব্যবস্থা নেই। এখানে থাকা-খাওয়ার জায়গাও নেই, আমাদের খুব কষ্ট হয়।'
বন্দর কর্তৃপক্ষ বলছে, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে ট্রাকের চালক ও খালাস কর্মে নিয়োজিত শ্রমিকদের অবস্থানকালীন অসুবিধা দূর হবে। গতি পাবে বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম।
কোন ক্যান্টিন না থাকায় ট্রাকেই খাবার রান্না করছেন একজন চালক
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, 'এখানে ভারতীয় ট্রাক ড্রাইভারদের জন্য তিন তলা বিশ্রামাগার, গোসলখানা, রান্নাঘর, ক্যান্টিন, বাথরুম এবং পুকুরের ব্যবস্থা রয়েছে।'
দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫ শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। মাসে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ হাজারে। ফলে প্রতি মাসে প্রায় ৩০ হাজার চালক ও তাদের সহকারী পণ্য আমদানি-রপ্তানি কাজে বন্দরে অবস্থান করেন।