বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলে মেতেছে নগরবাসী

দেশে এখন
0

ভিন্ন আয়োজনে ঈদ উৎসবে মেতেছে নগরবাসী। এবছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। আজ (সোমবার, ৩১ মার্চ) সকালে আগারগাঁও ঈদগাহ ময়দান থেকে শুরু করে সংসদ ভবন এলাকায় এসে শেষ হয় আনন্দ র‍্যালি।

র‍্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাজার বছরের ইসলামি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয় এ বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে। র‍্যালিতে ছিল সুসজ্জিত বেশ কয়েকটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র।

এছাড়াও ছিল সুলতানি মোগল আমলের ইতিহাসচিত্র সম্বলিত ব্যানার-ফেস্টুন। আনন্দ র‍্যালিতে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস-আনন্দের ছাপ। নগরবাসী বলেন, এমন ঈদ আয়োজন সবার মাঝে সম্প্রীতি আর বৈষম্যহীন সমাজ গড়তে ভূমিকা রাখবে।

র‍্যালিটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে সেমাই ও মিষ্টি বিতরণ হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ঈদ আনন্দ আয়োজন।

ইএ