সরকারের কাছে জানমালের নিরাপত্তা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা

দেশে এখন
0

সরকারের কাছে জানমালের নিরাপত্তা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। আজ (শুক্রবার, ২৮ মার্চ) রাজধানীর মগবাজারে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের নেতারা।

জুয়েলার্স সমিতির নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে।

পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণ চেষ্টা তাদেরকে জানমালের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এমনকি বাসাবাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ বোধ করছে না।

আসন্ন ঈদ সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা।

২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত প্রায় ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রায় ৪৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

ইএ