গাজীপুরের কোনাবাড়ি ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

এখন জনপদে
দেশে এখন
0

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। আজ (বুধবার, ৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে আমবাগ এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ও চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এসএস