আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম বা পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন সিএনজি চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া মিলিটারি।
আর গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমজাদ ফকির।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৪জন নিহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি আসছিল টাঙ্গাইল থেকে ট্রাকটি যাচ্ছিল জামালপুর থেকে। পরে ঘটনাস্থলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ হলো ঘটনাস্থলেই চারজন নিহত হন। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
সরিষাবাড়ি থানা অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, 'ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া সিএনজি থানায় নিয়ে যাওয়া হয়েছে।'
দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দেখা দিয়েছে যানজটের।