আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে আদিবাসী শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিত ভাবে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি আদিবাসীদের।
এছাড়া পাঠ্যবইয়ে আদিবাসী সংবলিত গ্রাফিতি দ্রুত সময়ে অন্তর্ভুক্ত করার দাবি করা হয় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে। সমাবেশে দ্রোহের গানে প্রতিবাদ ছড়িয়ে নিজেদের অধিকারের কথা বলেন আদিবাসী শিক্ষার্থীরা।