মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের দাবি উর্দুভাষী সংখ্যালঘুদের

দেশে এখন
0

মিথ্যা মামলা প্রত্যাহার ও মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের দাবি করেছে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী সংখ্যালঘুদের।

আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী উর্দুভাষীরা এক মানববন্ধনে এ দাবি করেন। বক্তারা বলেন, উর্দুভাষী সংখ্যালঘুদের বিরুদ্ধে বিগত স্বৈরাচার সরকার নানান ভাবে মিথ্যা মামলা হামলা নির্যাতন চালিয়েছে, এখনো একটা গোষ্ঠী আমাদের ওপর একই রকম অন্যায় করছে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেকের নামে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলাও করা হয়েছে। তারা আরো বলেন,‘আমরা উর্দুভাষী এবং একই সাথে বাংলাদেশি। আমাদের নানানভাবে বৈষম্যের শিকার হতে হয়।’ ক্যাম্প থেকে উচ্ছেদের রাজনীতি বন্ধ করে মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের দাবিও করেন তারা।

এএম