রুহুল কবির রিজভী দাবি করেন, সব ধরনের অপতৎপরতা রুখতে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সম্প্রতি বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। ভারত কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেনি বলে যে কোনো বিষয়ে তাড়াহুড়া করছে দেশটি।
শেখ হাসিনাকে চোর দাবি করে রিজভী বলেন, 'সায়মা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচলে ৬০ কাটা জমি নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।'
আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ২৪ এর আন্দোলনে বাড্ডা রামপুরা থানায় নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও একজন আহতকে হুইল চেয়ার প্রদান করা হয়।