এ সময় অবৈধভাবে চাল মজুদের অভিযোগে শহরের নৌহাটা এলাকার শ্রী দূর্গা অটো রাইস মিল মালিক রঞ্জিত পোদ্দারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, ‘অবৈধ চাল মজুদের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় জরিমানা করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি করা হবে।’
জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃতে এ অভিযানে টাস্কফোর্স কমিটির সদস্য ক্যাব সম্পাদক হাকিম বাবুল, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মাহবুবুর রাহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।