আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
এ সময় ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘ ১০ মাস কয়েকদফা তদন্তের পর গত ১৫ অক্টোবর ২০২৪ এ আমাদের অন্তর্ভুক্ত করে প্রথম প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বর থাকলেও সেটি পিছিয়ে ১ জানুয়ারি করা হয়। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ৩০ ডিসেম্বর প্রকাশিত দ্বিতীয় প্রজ্ঞাপনে আমাদের ২২২ জনকে বাদ দেয়া হয়, কিন্তু কী কারণে তাদের বাদ দেয়া হয় সেটা জানানো হয়নি।
তারা আরো জানান, এমতাবস্থায় সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানসিকভাবেও হতশাগ্রস্ত হয়ে দিন পার করছেন তারা। অন্তবর্তী সরকারের কাছে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে চাকরিতে যোগদানের নিশ্চিয়তা চান তারা।