পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
এর আগে ৯টা ৫০ মিনিট থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সকলকে বের হওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনের বেশিরভাগ কর্মকর্তাই ভেতরে থেকে যান। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে গতকাল (বুধবার, ১ জানুয়ারি) দুপুরে পোষ্য কোটা চার শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে বুধবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখান করে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।