তিনি বলেন, 'জুলাই-আগষ্ট বিপ্লবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তারাই বিপদে পড়বেন।' যারা উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে সাবধান হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা জামায়াতের আয়োজনে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, 'দেশের অনেক আন্দোলনে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। দেশ ও ইসলাম বিরোধী যারা এখনও ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন সাবধান হয়ে যান। ফ্যাসিবাদের সকল দোসরদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।'
এখনও যারা সরকারের আশেপাশে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।