দেশে এখন
0

সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধ দাবিতে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মুখে সামনে আইনজীবী ও বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার আইনজীবী ও শহরের ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এছাড়াও মানববন্ধনে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আবুল মজাদ চৌধুরী, মতিয়া বেগম, মাসুদুল হক সুমেলসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,‘প্রতিবছর বাণিজ্য মেলার নামে দখল করে অশ্লীল কার্যকলাপ পরিচালনা করা হয়। এছাড়াও মেলার ভিতরে উচ্চ শব্দের কারণে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হয়। পাশাপাশি এই এলাকার শিক্ষার্থীদেরও পড়াশুনায় ক্ষতি হয়।’

বক্তারা আরো বলেন, ‘জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে আমরা অনুরোধ জানিয়েছি মেলা যাতে শহরের বাইরে উপ শহরে করা হয়। কিন্তু জেলা প্রশাসক এলাকাবাসীর কথা মূল্যায়ন করছেন না। আমরা আজকে মানববন্ধন থেকে বলে দিতে চাই খেলার মাঠ দখল করে যদি এলাকার ভেতরে মেলার আয়োজন করা হয় তাহলে আমরা শহরের আলেম সমাজ নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিব।’

এএম