আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চার জন একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্বজনরা জানায়, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুর রশিদ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভোর ৩টার দিকে নেত্রকোণার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন।
ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজি ভাড়া করেন তারা। সিএনজিটি ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নেত্রকোণার সাতবেড়িকান্দা গ্রামের আব্দুর রাশিদ ও তার স্ত্রী বকুলা আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার মিয়ার পুত্রবধূ লাবনী আক্তার। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।