আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) রাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন - চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। পরিবেশকে ব্যক্তি স্বার্থে নয় বরং জাতীয় স্বার্থ হিসেবে নিয়ে কাজ করতে সকলকে আহ্বান জানান উপদেষ্টা।
এসময় হালদা নদী সংরক্ষণে বিশেষ অবদান রাখায় ড. মো. মনজুরুল কিবরিয়াকে চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৩ এ দেয়া হয় এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
পদকপ্রাপ্ত ড. মো. মনজুরুল কিবরিয়া বাংলাদেশের নদী ও প্রকৃতি নিয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে আয়োজনে পরিবেশ নিয়ে অবদান রাখা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে দেশ-বিদেশের নানান পর্যায়ে প্রকৃতি নিয়ে কাজ করে আসছেন।