আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে অস্থির করে তুললে কোন শক্তিই শান্তিতে থাকতে পারবে না বলে।
ভারতের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে সর্বাত্মক প্রচেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে।’
এই ষড়যন্ত্রের কারণে ভেদাভেদ দূর করে সব ধর্মের, দলের ও মতের মানুষ এখন আরো বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন শিবিরের এই সাবেক সভাপতি।