এছাড়াও আগামী শুক্রবার (২৯ নভেম্বর) পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত এবং বিশ্ববিদ্যালয়ের মসজিদে প্রত্যেক নামাজের পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ (রোববার, ২৪ নভেম্বর) পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন আইইউটি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের তিনটি দল এবং উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় মানসিক সহায়তা দিতে যাবেন।
এছাড়াও দুর্ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, শনিবার সকালে বিআরটিসির ৬টি দ্বিতল বাসে করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ শিক্ষার্থী বার্ষিক বনভোজনে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের দেড় কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি বাস সড়কের ওপর বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসলে হতাহতের ঘটনা ঘটে।
এতে মারা যান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের আলম সাকিব, মুবতাসিম রহমান মাহিন, এবং মীর মোজাম্মেল হোসেন নাঈম। এ ঘটনায় আহত আরও দুই শিক্ষার্থী রাজধানীর আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।