তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের বাইরে এবং পলাতক। তাকে ফেরত আনানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনা আসেনি। এলে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
মিডিয়া ব্রিফিংয়ে তৌফিক হাসান বলেন, ‘ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা হাইকমিশনকে জানিয়েছে বাংলাদেশ।’
জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ডিসেম্বর হাতে পাওয়া যাবেও বলেন তিনি। চলতি বছরের শেষে ঢাকা সফরে আসবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম আহমেদ খান। আর সম্প্রতি বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত চাওয়া হয়েছে। সহযোগিতারও আশ্বাস মিলেছে ক্যাথরিন ওয়েস্ট থেকে। সফরে রোহিঙ্গাদের জন্য ১০.৩ মিলিয়ন পাউন্ড ডোনেশন ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।