রাজনীতি
দেশে এখন
0

অনেক অপ্রাপ্তির পরও অন্তর্বর্তী সরকারে আস্থা রাখতে চায় জনগণ: তারেক রহমান

জনগণের আস্থা ধরে রাখতে হলে বাজার নিয়ন্ত্রণসহ অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্টের শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কাউন্সিলে তিনি একথা বলেন। এসময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ গঠনের পাশাপাশি ব্যবসা খাত প্রসারই হবে মূল লক্ষ্য।

৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দলের সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সক্রিয় হয়েছে পেশাজীবী দলগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।

কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে, বিএনপির কেন্দ্রীয় নেতারা বললেন, গণঅভ্যুত্থান পরবর্তী গ্রহণযোগ্য রাজনৈতিক সরকার গঠন করতে হলে দলে শৃঙ্খলা বাড়াতে হবে। এসময়, দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্যও আহ্বান ছিলো অন্তর্বর্তী সরকারের প্রতি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘একদিকে অর্থনীতির উন্নয়ন অন্যদিকে এদেশের গণতন্ত্র। উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন ভবিষ্যতেও প্রয়োজনে একইভাবে প্রয়োজনে রাজপথে থেকে আপনারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবেন।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চ্যালেঞ্জটা শুধু সরকারের নয়। ওটা তো ইন্টেরিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে। কারণ সামনে যেই সরকার আসছে সে সরকার আপনাদের তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অনেক অপ্রাপ্তির পরেও অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে চায় জনগণ। তবে তা ধরে রাখতে হলে, বাজার নিয়ন্ত্রণসহ জুলাই আগস্টের শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন করতে হবে।’

তিনি বলেন, আহতরা যেভাবে সুচিকিৎসার দাবিতে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর দৃশ্য।’

বিএনপি সরকার গঠন করতে পারলে বাণিজ্য প্রসারে কাজ করবে জানিয়ে তারেক রহমান বলেন, ব্যাক টু ব্যাক এলসি খোলায় সহজ করা হবে।

সক্ষমতা থাকতেও দক্ষ জনশক্তির অভাবে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ পিছিয়ে আছে মন্তব্য করে গার্মেন্টস খাত রক্ষায় বিএনপির পেশাজীবী নেতাকর্মীদের কাজ করার জোড় আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

এএইচ