আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) আজারবাইজান সফর শেষে রাত ৮টার কিছু পর দেশে ফিরেন তিনি। এরপর শাহজালাল বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় প্রবাসীদের জন্য বহুল কাঙ্ক্ষিত পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
নতুন লাউঞ্জটিতে বিশাল অপেক্ষমাণ কক্ষ, বেবি-কেয়ার কক্ষ, নারী-পুরুষের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া রয়েছে। বিদেশ থেকে আসা সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন।
এর আগে সোমবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে যাওয়ার আগে বিদেশগামী প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস।