দেশে এখন
0

নাব্যতা সংকটে আবারও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। গত (শুক্রবার, ৮ নভেম্বর) রাত ১১টা থেকে এই পথের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিইউটিসি)।

ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় আরিচা ও কাজিরহাট প্রান্তে। পারাপারের অপেক্ষায় ৩শ'রও বেশি পণ্যবাহী ট্রাক। চালকরা বলছে, ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

এদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, নদীর পানি কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। ফেরি চলাচল পুনরায় চালু করতে কাজ চলছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

এর আগে নাব্যতা সংকটের কারণে গতকাল (শুক্রবার, ১ নভেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। পরে নৌপথে বিআইডব্লিউটিএ এর ড্রেজিং করার ফলে কিছুটা নাব্য স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল চালু করা হয়।

এএম