দেশে এখন
0

‘পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার সেনাবাহিনী তাই করবে’

পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার সেনাবাহিনী তাই করবে এমন মন্তব্য করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘পার্বত্য অঞ্চল আমাদের দেশের সম্পদ। পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার তাই করবে সেনাবাহিনী।’

তিনি আরো বলেন, ‘পার্বত্য অঞ্চল থেকে অনেকেই এখানে এসেছেন। আমারা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করবো।’

এ সময় সকল ধর্মের মানুষদের উদ্দেশ্যে করে সেনা প্রধান বলেন, ‘সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই।'

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর