দেশে এখন
0

‘বিএনপিকে অন্ধকারে রেখে কিছু করলে মেনে নেয়া হবে না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অন্ধকারে রেখে কিছু করলে মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, আগেও মানুষ ভোটারবিহীন সরকারকে মানেনি, এখনও মানবে না।

আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপিকে অন্ধকারে রেখে কিছু করলে মেনে নেয়া হবে না। আগেও মানুষ ভোটারবিহীন সরকারকে মানেনি, এখনও মানবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার আশার আলো দেখাবে। এমন কিছু করবেন না যাতে জনগণের বিশ্বাস হারায়।’

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ছলচাতুরি করা হলে জাতি বসে বসে তামাশা দেখবে না।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন ও সংস্কার যাই করুন সংবিধান পুনর্লিখন করলে বিএনপির সাথে কথা বলে।’

এসএস