রাজনীতি
দেশে এখন
0

‘দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণতি হবে’

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণতি হবে ও দেশ ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কি চায় আমরা বুঝতে পারছি না। সরকার কবে নির্বাচন দিবে, কতদিন দায়িত্বে থাকবে কিছুই বুঝতে পারছি না। জনগণের মনোভাব বুঝেই বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা কোনো সরকারি দল কিংবা বিরোধী দল নই, বিএনপি একটি রাজনৈতিক দল।’

তাই নির্বাচন কবে নাগাদ হবে সেটি সুনির্দিষ্ট করে বলার অনুরোধ জানান তিনি। রাজনৈতিক পরিস্থিতির জন্য দলকে হিসাব করে কথা বলতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ অবস্থার স্থায়ী ও গণতান্ত্রিক সমাধান চাই।’

স্থায়ী সমাধান ও জনস্বার্থের জন্য দ্রুত সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে আসার দাবি জানান তিনি।

এএইচ