তিনি বলেন, ‘দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে।’ চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করলে দেশের মানুষ মেনে নিবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ ভয়াবহ এক দানবের থেকে মুক্তি পেলেও এখনো সংকট অতিক্রম করতে পারেনি। জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই দেশে স্বস্তি ফিরে আসবে।’
আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে তিনি বলেন, ‘১৫ বছরে তারা সবচেয়ে বড় ধ্বংস করেছে মানুষের নৈতিকতা। তাই সবখানেই আওয়ামী লীগের চোরদের বিচরণ।’
অন্তর্বর্তী সরকার প্রধানকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি দায়িত্ব নেয়ায় গর্ববোধ করি। আপনার সুনাম রক্ষার্থে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সংসদীয় সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।’
একবার মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিলো, আবারো ওই পথে যাবার চেষ্টা না করতে সতর্ক করেন তিনি।