দেশে এখন
0

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

টেকনাফের পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পাহাড়ি গ্রামের বিভিন্ন পেশার অধিবাসীরা। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) বিকেলে টেকনাফ সদরের হাবিবছড়া সড়কে স্থানীয় সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।

এ সময় সবুজ পাহাড়কে অপহরণ থেকে রক্ষাসহ অপহরণের পর তিনজনকে হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি মসজিদের ইমামসহ নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ইউপি সদস্য মো. রশিদ মিয়া, শাহ্ আলমসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ বাণিজ্য করে বেপরোয়া হয়ে উঠেছে। পাহাড়ি এলাকায় হাজারো সাধারণ মানুষ চলাচল করতে পারে না।’ অপহরণ বন্ধে বর্তমান সরকার আরও কঠোর হলে অপহরণ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এএইচ