দেশে এখন
0

দুর্নীতি ও পাচার হওয়া টাকা ফেরতে কমিশন গঠন করতে হবে: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দুর্নীতি ও পাচার হওয়া টাকা ফেরত আনতে কমিশন গঠন করতে হবে। আজ (শনিবার, ১৯ অক্টোবর)  সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও ১৪ দলের বিরুদ্ধে বিচার শুরু করতে হবে।’ 

চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগ এবং ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখতে হবে।’

এর আগে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ বিকেল ৩ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

এছাড়া বিকাল সাড়ে ৩টায় এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ অধ্যাপক ইউনূস আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনায় বসছেন।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। 

এরপর থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়। পরবর্তী সময়ে গত ৫ অক্টোবর থেকে নতুন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তিনি, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বেশ কয়েকটি বড় দল অংশ নেয়। মাঝে পূজার ছুটির কারণে আলোচনা বন্ধ থাকে।

ইএ