দেশে এখন
0

নতুন চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত সরকারের

জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার ঘোষণা

নতুন করে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন চারটি কমিশনের মধ্যে রয়েছে স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, শ্রমিক কমিশন, নারী কমিশন।

আজ (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান এই কমিশন গঠনের কথা বলেন।

নতুন এই চারটি সংস্কার কমিশনের মধ্যে স্বাস্থ্য কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় অধ্যাপক ড. একে আজাদ, গণমাধ্যম কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কামাল আহমেদ, শ্রমিক কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমদ, নারী কমিশনের প্রধান শিরিন পারভীন।

শিক্ষা সংস্কারের একটি বড় খাত, এটা নিয়েও আলোচনা চলছে বলে উল্লেখ করেন রিজওয়ানা হাসান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে এসময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ‘জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে দেয়া হবে।’

এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হলে পাঠানো হবে। এরই মধ্যে ৭ জনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে কোনো ত্রুটি রাখবে না সরকার।’

যেকোনো দাবি আদায়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে সরকার প্রস্তুত বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, ‘শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক বিভাগে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদেরকে ট্রাফিকে যুক্ত করার বিষয়ে সরকার ইতিবাচক।’

ইএ